top of page
Search

জমি, প্লট এবং ফ্ল্যাট/এপাটমের্ন্ট ক্রয়ের অথবা মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে যেসকল কাগজ সংগ্রহ করতে হয়।

  • Writer: Khan & Khan Land Consultant Firm
    Khan & Khan Land Consultant Firm
  • Oct 31, 2021
  • 2 min read

Updated: Nov 1, 2021


ree



প্রাইভেট ল্যান্ড এর ক্ষেত্রেঃ

  1. বিক্রতা অথবা ডেভেলপার এর সদ্য তোলা ২ কপি করে রঙ্গিন ছবি।

  2. বিক্রতা অথবা ডেভেলপার এর ভোটার আইডি কার্ডের (র্স্মাট কার্ড) ফটোকপি।

  3. বিক্রতা অথবা ডেভেলপার এর ১২ ডিজিট ই-টিন (বারকোর্ড সহ)।

  4. সর্বশেষ হস্তান্তরিত দলিল (বিক্রেতার দলিল)।

  5. বায়া দলিল।

  6. সর্বশেষ নামজারী (ভূমি অফিস)- (ক) ডি,সি,আর, (খ) পরচা, (গ) জমা ভাগের প্রস্তাবপত্র (ঘ) হাল সনের খাজনা রশিদের কপি ।

  7. পরচাঃ (ক) সি,এস পরচা, (খ) এস,এ পরচা, (গ) আর,এস পরচা, (ঘ) ঢাকা সিটি জরিপ পরচা।

  8. ওয়ারিশ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

  9. আমোক্তার দলিল (প্রযোজ্য ক্ষেত্রে)।

  10. চুক্তিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  11. রাজউক নির্মান অনুমোদন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  12. রাজউক নকসা

  13. সিটি করপোরেশন এর হাল সনের ট্যাক্স এর কাগজ


জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর প্লটের ক্ষেত্রেঃ লিজহোল্ড ভূমি

  1. বরাদ্দপত্র।

  2. লিজ/ইজারা দলিল।

  3. দখল হস্তান্তর পত্র।

  4. বাস্তব দখল।

  5. দায়মুক্তি সনদ।

  6. নামজারী অনুমতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  7. বিক্রয়/হেবা/দান অনুমতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  8. পূনঃ নির্মানের অনুমতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  9. আম-মোক্তার দলিল গ্রহনের অনুমতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  10. যৌথভাবে ইমারত নির্মান অনুমতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  11. সর্বশেষ হস্তান্তরিত দলিল (বিক্রেতার দলিল)।

  12. বায়া দলিল।

  13. সর্বশেষ নামজারী (ভূমি অফিস)- (ক) ডি,সি,আর, (খ) পরচা, (গ) জমা ভাগের প্রস্তাবপত্র (ঘ) হাল সনের খাজনা রশিদের কপি ।

  14. আমোক্তার দলিল (প্রযোজ্য ক্ষেত্রে)।

  15. চুক্তিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  16. রাজউক নির্মান অনুমোদন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  17. রাজউক নকসা।

  18. সিটি করপোরেশন এর হাল সনের ট্যাক্স এর কাগজ।

  19. ওয়ারিশ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

  20. বিক্রতা অথবা ডেভেলপার এর সদ্য তোলা ২ কপি করে রঙ্গিন ছবি।

  21. বিক্রতা অথবা ডেভেলপার এর ভোটার আইডি কার্ডের (র্স্মাট কার্ড) ফটোকপি।

  22. বিক্রতা অথবা ডেভেলপার এর ১২ ডিজিট ই-টিন (বারকোর্ড সহ)।


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ক্ষেত্রেঃ লিজহোল্ড ভূমি

  1. বরাদ্দপত্র।

  2. টাকা জমার রশিদ।

  3. চুরান্ত জরিপ পত্র।

  4. লিজ/ইজারা দলিল।

  5. নামজারী অনুমতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  6. বিক্রয়/হেবা/দান অনুমতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  7. আম-মোক্তার দলিল গ্রহনের অনুমতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  8. সর্বশেষ হস্তান্তরিত দলিল (বিক্রেতার দলিল)

  9. বায়া দলিল।

  10. সর্বশেষ নামজারী (ভূমি অফিস)- (ক) ডি,সি,আর, (খ) পরচা, (গ) জমা ভাগের প্রস্তাবপত্র (ঘ) হাল সনের খাজনা রশিদের কপি ।

  11. আমোক্তার দলিল (প্রযোজ্য ক্ষেত্রে)।

  12. চুক্তিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  13. রাজউক নির্মান অনুমোদন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

  14. রাজউক নকসা।

  15. সিটি করপোরেশন এর হাল সনের ট্যাক্স এর কাগজ।

  16. ওয়ারিশ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

  17. বিক্রতা অথবা ডেভেলপার এর সদ্য তোলা ২ কপি করে রঙ্গিন ছবি।

  18. বিক্রতা অথবা ডেভেলপার এর ভোটার আইডি কার্ডের (র্স্মাট কার্ড) ফটোকপি।

  19. বিক্রতা অথবা ডেভেলপার এর ১২ ডিজিট ই-টিন (বারকোর্ড সহ)।



Comentarios


bottom of page